No Internet Connection !

মুদ্রা ও মুদ্রাস্ফীতি

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেসটির নাম কী? উ: সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
প্রশ্ন: সিকিউরিটি প্রিন্টিং প্রেস চালু হয় কবে? উ: ১৯৮৯ সালে।
প্রশ্ন: একমাত্র নোট ছাপানোর সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? উ: গাজীপুর।
প্রশ্ন: সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট কোনটি? উ: ১০ টাকার নোট।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাস হয় কবে? উ: ১৮৩৫ সালে।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু করে কে? উ: লর্ড ক্যানিং।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু হয় কত সালে? উ: ১৮৫৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম নোট চালু হয় কত সালে? উ: ৪ মার্চ, ১৯৭২ সালে।
প্রশ্ন: ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৫৪ সালে।
প্রশ্ন: সাময়িকভাবে মুদ্রাস্ফীতি বন্ধ করা যায় কিভাবে? উ: মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন: মুদ্রাস্ফীতির কারণ কী? উ: মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস।
প্রশ্ন: বাংলাদেশ সর্বপ্রথম ৫ টাকার ধাতব মুদ্রা বাজারে ছাড়া হয় কবে? উ: ১ অক্টোবর, ১৯৯৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশ টাকা ছাপানোর জন্য বিশেষ ধরনের কাগজ আমদানি করে কোন দেশ থেকে? উ: সুইজারল্যান্ড।
প্রশ্ন: বাংলাদেশে নতুন নোট বাজারে চালু করে কে? উ: বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন: বাংলাদেশে প্রচলিত নোটগুলোর মধ্যে কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়? উ: ১ ও ২ টাকার নোট।
প্রশ্ন: ১ ও ২ টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উ: অর্থসচিবের।
প্রশ্ন: ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় কোথা থেকে? উ: কানাডা।
প্রশ্ন: ১০০০ টাকার নোটে কিসের ছবি রয়েছে? উ: কেন্দ্রীয় শহীদ মিনার ও কার্জন হলের ছবি।
প্রশ্ন: ১০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? উ: টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ।
প্রশ্ন: ৫০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? উ: রাজশাহীর বাঘা মসজিদ।
প্রশ্ন: দুই টাকার মানের নতুন ধাতব মুদ্রা বাজারে ছাড়া হয় কবে? উ: ২৬ অক্টোবর, ২০০৪।
প্রশ্ন: ৫০০ টাকার নোট ছাপানো হয় কোথা থেকে? উ: জার্মানি।
top
Back
Home
Gsearch